সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ও ছয়হিস্যা এলাকায় কয়েক শত একর ফষলি জমিতে অবৈধভাবে ৮টি ড্রেজার বসিয়ে বালু ভরাট করে জমির শ্রেণী বদল ও দখলের ঘোরতর অভিযোগ উঠেছে পশ্চিম কান্দারগাঁও গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী পলিথিন জাকিরের বিরুদ্ধে।
খবর পেয়ে এ সময় কান্দারগাঁও,ভবনাথপুর, ভাটিবন্দর,রতনপুর জৈনপুর ও ছয়হিস্যাসহ ছয় সাত গ্রামের লোক জন তাদের জমি রক্ষা করতে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের ড্রেজারের উপর হামলা চালায়।
গতকাল সোমবার (৪ ডিসেম্বের) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলার পিরোজপুর ইউনিয়ের পূর্ব কান্দারগাঁও গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে আব্দুর রহমান সরকার(৭৫) ও একই এলাকার তারেক সরকার,শাহাজালাল,মাজারুল ইসলাম এবং কামাল মোল্লাসহ একাধিক এলাকাবাসী বলেন,একটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে পশ্চিম কান্দারগাঁও গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী পলিথিন জাকিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি ভূমিদস্যু বাহিনীর দল মেঘনা নদীতে ৬টি ড্রেজার বসিয়ে গত ৫/৬দিন যাবত জোর পূর্বক বালু ভরাট করে এলাকাবাসী কয়েক শত একর ফসলি জমি অবৈধভাবে দখল করে নিচ্ছে।
এ ঘটনায় গত শনিবার (২ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষে আব্দুর রহমান সরকার বাদী হয়ে সোনারগাঁ থানায় ভূমিদস্যূ,সন্ত্রাসী পলিথিন জাকির ও তার ছোট ভাই আল আমিন,দুধু মিয়া এবং শহীদ মিয়াসহ ৭/৮জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেন ফোনে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে সোনারগাঁও থানার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ ইমরান হোসেন বলেন, আমি গত রবিবার ও গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট কাজ বন্ধ করে দিয়ে এসেছি এবং উভয় পক্ষ কে তাদের জমির মালিকানা কাগজপত্র নিয়ে ওসি স্যারে সঙ্গে দেখা করে মিমাংসা করতে বলেছি।
এসএস/বি
০৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ
No comments:
Post a Comment