মুজিববর্ষে র‌্যাবের স্বেচ্ছায় লাল ভালোবাসা দান। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, January 5, 2021

মুজিববর্ষে র‌্যাবের স্বেচ্ছায় লাল ভালোবাসা দান।

 


সদ্য সংবাদ ডেস্কঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনে নারায়াণগঞ্জ র‌্যাব-১১ কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
র‌্যাব-১১ এর সার্বিক তত্ত্বাবধানে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় উক্ত রক্তদান কর্মসূচীতে ৩০ জন র‌্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।

সোমবার (৫ জানুয়ারি ২০২১)সকাল ১১ ঘটিকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
রক্তদান কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন,নারায়ণগঞ্জ-আদমজীনগর র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার সাইফুল আলম (পিবিজিএমএস)।





র‌্যাব- ১১ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন কর্তৃক র‌্যাব সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়।
র‌্যাব সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে ১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত, নারায়ণগঞ্জ-আদমজীনগর র‌্যাব-১১ কর্তৃক বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
তার মধ্যে শুক্রবার জুম্মার নামাজের পর দোয়া মাহফিল,এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, রক্তদান কর্মসূচী,শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী উল্লেখযোগ্য।

জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। রক্তদান কর্মসূচীর মাধ্যমে দেশবাসীর সাথে একাত্ম হয়ে র‌্যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করছে। ভবিষ্যত প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে র‌্যাবের অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি এই ধরণের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

র‌্যাব আগামী ৭ জানুয়ারি বৃহষ্পতিবার শীতার্তদের মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ, ১০ জানুয়ারি রবিবার পাঁচ শতাধিক দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ এবং ১১ জানুয়ারি সোমবার দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচী পালন করা হবে।


এসএস/বি

No comments:

Post a Comment