সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন পাড়া মহল্লা ও গ্রাম থেকে গ্রামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন শ্যামলী চৌধুরী।
শ্যামলী চৌধুরী বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সনমান্দি ইউনিয়নে আমার যথেষ্ট গ্রহন যোগ্যতা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। তিনি বলেন, আমার বিশ্বাস আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সনমান্দি তথা সোনারগাঁ বাসীর সেবা করবো ইনশাআল্লাহ।
শ্যামলী চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নারী নেতৃত্বকে যথেষ্ট প্রাধান্য দিচ্ছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে শ্যামলী চৌধুরীকে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেবে বলেও সোনারগাঁও সময় কে নিশ্চিত করেন তিনি।
No comments:
Post a Comment