সোনারগাঁয়ে শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলো হৃদয়ে-৯৮। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, January 15, 2021

সোনারগাঁয়ে শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলো হৃদয়ে-৯৮।

 


শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ব্যাচ ভিত্তিক সংগঠন হৃদয়ে-৯৮। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে অসহায় ও দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে শীত বস্ত্র বিতরণ করার পাশাপাশি শুক্রবার সকালে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের পিয়ন, আয়া ও নৈশ প্রহরীদের মধ্যেও এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হৃদয়ে-৯৮ এর সদস্যরা নিজস্ব অর্থায়নে এ শীত বস্ত্র বিতরণ করে। এ সময় শীত বস্ত্র বিতরণে অংশ নেন হৃদয়ে-৯৮ এর সদস্য আল-আমিন, রবিউল হুসাইন, সেলিম আহমেদ প্রধান, আমির হাসান রাসেল, মিজানুর রহমান মামুন, এমদাদুল হক, মোজাম্মেল মীর ও রহিমা আক্তার প্রমূখ।

হৃদয়ে-৯৮ এর সদস্য রবিউল হুসাইন জানান, সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ব্যাচ ভিত্তিক সংগঠন হৃদয়ে-৯৮ এর মাধ্যমে আমরা সমাজকল্যানমূলক নানা ধরনের কাজ করে আসছি। শীত বস্ত্র বিতরণ তারই অংশ। আমরা শতাধিক দুস্থ ও অসহায়ের মধ্যে গোপনে শীত বস্ত্র পৌঁছে দিয়েছি। অসহায়দের পাশে দাড়াঁনোই আমাদের মূখ্য উদ্দেশ্য নিজেদের আত্ম প্রচারনা নয়।

শীত বস্ত্র বিতরণে হৃদয়ে -৯৮ এর যেসব সদস্য আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

No comments:

Post a Comment