নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রূপালী মার্কেট থেকে ৮শ ৮৩ টি মোবাইল সেটসহ মোবাইল চোর সিন্ডিকেট চক্রের ১০ সদস্য গ্রেফতার করেছে র্যাব -১০ এর একটি দল।
রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১০ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব ১০ এর নৌবাহিনীর এনএস মোঃ মোমেন খাঁন বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করলে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ সাহাজুল ইসলাম সাজু (৫০), পিতা- মৃত আবুল মন্ডল, সাং- মথারাপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ/পি- মনির মেম্বারের বাড়ির ভাড়াটিয়া, কাচঁপুর, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ২। কবির হোসেন (৪২), পিতা- মৃত মানিক ব্যাপারী, সাং- কন্ডা, থানা- নড়ীয়া, জেলা- শরীয়তপুর, এ/পি- সোনাপুর, কাচঁপুর মনোয়ারের বাড়ির ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৩। রোমান মোল্লা (২৪), পিতা- আনোয়ার হোসেন, সাং- উত্তর সোনাপুর, থানা- সোনারগা, জেলা- নারায়নগঞ্জ, এ/পি- মতিন খান প্লট, রাজ্জাক সাহেবের বিল্ডিং কাচঁপুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৪। মোঃ রাসেল গাজী মিঠু (২৯), পিতা- রফিকুল ইসলাম গাজী, সাং-গুল্লিশা, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর, এ/পি- বেহাকুর, বটতলা, ০৬ নং কাচঁপুর, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৫। হাবিবুর রহমান (৫০), পিতা- মৃত আব্দুল হান্নান, সাং- মালাই, থানা- নবীননগর, জেলা- বি-বাড়ীয়া, এ/পি- সোনাপুর, কাচঁপুর, সাদেক ভূইয়ার বাড়ী ভাড়াটিয়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ, ৬। মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং- মাধবদী, জেলা- নরসিংদী, এ/পি- রফিক খানের বাড়ির ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৭। নবীর হোসেন (৩২), পিতা- মৃত হেলাল উদ্দিন, সাং- হামছাদিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৮। মোঃ শাহীন (২৫), পিতা- মোঃ সাইদুর রহমান, সাং- ঘুরিদহ, থানা- সাঘাটা, জেলা- গাইবান্ধা, এ/পি- কাচঁপুর আক্তারের বাড়ীর ভাাড়টিয়া, থানা-সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ৯। মোঃ জয়নাল আবেদীন (৩০), পিতা- মৃত সেরাজুল হক, সাং- বেলঘর, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, এ/পি- কাচঁপুর জমির খান কমপ্লেক্স, থানা- সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ, ১০। মোঃ হাবিব উল্লা সোহাগ (২৫), পিতা- মোঃ রফিকুল ইসলাম গাজী, সাং- গুল্লিশা, থানা-চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।
সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, র্যাব হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment