বন্ধুতের বন্ধনে আগলে রাখি বন্ধন" এই স্লোগানকে সামনে রেখে শনিবার দিনব্যাপী রাজধানীর ঢাকার প্রবেশদ্বার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার আল-মদিনা শপিং মলের অষ্টম তলার স্কাইলার্ক রুফটপ ক্যাফেতে
অনুষ্ঠিত হয়ে গেল ২০০৪ সালের এসএসসি’র ব্যাচ "আমরা ২০০৪" এর মিলনমেলা -২০২১। নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন থেকে যারা ২০০৪ সালে এসএসসি পাশ করেছিল, তাদের সংগঠন "আমরা ২০০৪" এই আয়োজন করে।
শনিবার সকাল থেকে পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগ দেয় বেশিরভগ সহপাঠি। দীর্ঘ বিরতিতে দেখা হয় এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। "আমরা ২০০৪" এর আহ্বায়ক মসিউর জানান, কারো কারো সঙ্গে দেখা হয়েছে ১২ থেকে ১৩ বছর পর। তাই আবেগ ছিল বেশি। বন্ধুরা সবাই ব্যক্তিগত স্মৃতিচারণ, খুনশুটিতে মেতে ছিল সারাদিন। এ ছড়া দিনভর শিশু এবং অতিথিদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় মুখর ছিল সারাক্ষন। ছিল সাংস্কৃতিক আয়োজন ও আতশবাজি।
"আমরা ২০০৪" এর মিলনমেলায় মসিউর, মিঠু, সজল, সাব্বির, কামাল, সোহেল, অপু, ফয়সাল, সানি, ইউসুফ সহ অন্যান্য সহপাঠী উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment