নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, February 23, 2021

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে জখম।

সদ্য সংবাদ ডেস্কঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। গত শনিবার (২০ ফেব্রুয়ারি ) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার বারদী ইউনিয়নের খাসের কান্দী গ্রামে এই ঘটনা ঘটে। আহত সিরাজুল ইসলামকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় গতকাল মঙ্গলবার সিরাজুল ইসলামের স্ত্রী রাহিলা বেগম ৮ জনের নাম উল্লেখ করে ও আরো ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে লোকমান হাকিম (৬০), মোঃ মুনসুর আলী (৫৭) ও তাদের ছেলে মোঃ কামরুজ্জামান (৩২), মোঃ ইকবাল হোসেন (২৭), মোঃ কাউছার (৩০), মোঃ রনি (২৮), মোঃ জাফর আলীর ছেলে মোঃ ইয়ানুস আড়াইহাজার উপজেলার চম্পাকনগর গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ শাহ্ জালাল সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ সন্ত্রাসী কিছুদিন যাবৎ সিরাজুল ইসলাম ও তার ১০ বছর বয়সী একমাত্র ছেলেকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি দিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি রাতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিরাজুল ইসলামকে তার ঘরে প্রবেশ করে মারধর করে টেনেহিঁচড়ে বের করে লোহার রড ও লাঠিসোটা দিয়ে পিটায় এবং ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা তার ঘরে থাকা আলমারি থেকে ৭০ টাকা নিয়ে যায়। এসময় সিরাজুল ইসলামের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পরবর্তী সুযোগ মত তাকে ও তার একমাত্র ছেলেকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এসএস/বি

No comments:

Post a Comment