বিডিআর বিদ্রোহ, লেখকঃ মোঃ রফিকুল ইসলাম - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, February 26, 2021

বিডিআর বিদ্রোহ, লেখকঃ মোঃ রফিকুল ইসলাম

 


🤺🤺🤺🤺🤺🤺⛷️🤺

ভুলবে না জাতি কোন দিনও
২৫শে ফ্রেব্রুয়ারি,
ভোর না হতেই বয়ে গেল
রক্তের ঐ নদী।
রাতভর হয়ে গেল গুলিবর্ষণ
দেশের সেনা মরল তাতে খোঁজ মিলেনিক্ষন,
পেটফুলা পাওয়া গেল লাশের সারি
ডোবা নালা খাল বিল নদীর পাড়ি।
হাসি মুখে যারা গেল ঘরের বাইরে
স্বজনদের আহাজারি কাটেনি তো তাদের,
একে একে পাওয়া গেল লাশের সারি
অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তা দেখি।
গুম খুন আর কত কি
হয়েছে সে রাতে,
সফরসঙ্গী ছিলেন যারা
বলেছেন অশ্রু দিয়ে।
ইতিহাসের পাতায় রবে
কলঙ্কিত ঐ দিন,
বিডিআর বিদ্রোহ

হয়েছিল যেই দিন।

No comments:

Post a Comment