সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে এডভোকেট শামসুল ইসলাম ভূইয়াকে আহ্বায়ক ও আবদুল্লাহ্ আল কায়সার এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল।
সোমবার(২২ মার্চ) সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই'র সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের নির্দেশক্রমে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের ২৬/২৭ তারিখ আমরা সোনারগাঁওয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সভা করে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করবো।
এসএস/বি
No comments:
Post a Comment