নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ এস আই ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব।
সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় র্যাব-৩ এর একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠান (৩০) ও তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)। কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি মাইক্রোবাস থেকে দুটি বিদেশি পিস্তল,২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়।
তিনি জানান, আটকদের একজন পুলিশের উপ-পরিদর্শক, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন র্যাব-৩ আটক তিনজনকে সোমবার রাতে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন এদের মধ্যে একজন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ীতে এস আই হিসেবে কর্মরত । তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
No comments:
Post a Comment