সোনারগাঁয়ে হত্যার ৩ মাস পর পুকুর থেকে বিল্লাল হোসেনের কাটা মাথা উদ্ধার। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, March 1, 2021

সোনারগাঁয়ে হত্যার ৩ মাস পর পুকুর থেকে বিল্লাল হোসেনের কাটা মাথা উদ্ধার।

 




সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক কলতাপাড়া গ্রামের বিল্লাল হোসেন হত্যার ৩ মাস পর একটি পুকুর থেকে তার গলিত কাটা মাথাটি উদ্ধার করা হয়েছে। 

আজ(১লা মার্চ) সোমবার দুপুর সাড়ে ৩টার সময় মীরেরটেক বাজারের সামনে একটি পুকুর থেকে মাছ ধরার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পেয়ে তা খুলে তার ভেতর একটি মানুষের মাথা দেখতে পায়।খবর পেয়ে পুলিশ গলিত মাথাটি উদ্ধার করে সিআইডি টিমের কাছে হস্তান্তর করেছে।


মীরেরটেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, গত বছরের ৬ ডিসেম্বর সকালে মীরেরটেক গ্রামের গভীর জঙ্গলের ভেতর একটি  মাথাবিহীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশটি উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, বিল্লাল হোসেন মীরেরটেক বাজারে চায়ের দোকানদার ছিলো। কি কারণে কারা তাকে হত্যা করে লাশটি জঙ্গলে ফেলে রেখে মাথাটি কেটে নিয়ে গেছে তা তিনি জানা যায়নি।

নিহত বিল্লাল হোসেন মিরেরটেক গ্রামে মৃত রিয়াজউদ্দিনের ছেলে।


No comments:

Post a Comment