টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসছে বিশ্বের শীর্ষ ক্বারীগন - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, March 4, 2021

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে আসছে বিশ্বের শীর্ষ ক্বারীগন

 



খাইরুল ইসলাম (গোপালপুর টাংগাইল প্রতিনিধি)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজের মসজিদ ২০১ গম্বুজ মসজিদে আসছে বিশ্বের শীর্ষ ক্বারীগন ।

জানা গেছে আগামী শুক্রবার (০৫ মার্চ ) জুমার বয়ান করবেন মিশর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শীর্ষ ক্বারী ড. শায়েখ মাহমুদ তুখী, এছাড়াও পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ক্বারী শায়েখ সাঈদ তুসী( ইরান) ক্বারী শায়েখ সাইয়্যেদ ঈদ (মিশর)ক্বারী শায়েখ আব্দুল কাবির হায়দারী (আফগানিস্তান)

জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করবেন ক্বারী হাফেজ মাওলানা শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (ঢাকা)

উল্লেখ্য, নির্মাণাধীন থাকায় এখনো ২০১ গম্বুজ মসজিদে ওয়াক্ত নামাজ শুরু হয়নি, মসজিদের সৌন্দর্য উপভোগ করতে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অনুরোধে অস্থায়ীভাবে জুমার নামাজ আদায় করা হয় ।

দেশের শীর্ষ আলেমগণ একেক জুমায় একেকজন খুৎবা দেন ও ইমামতি করেন ।

২০১৩ সালের জানুয়ারিতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মা রিজিয়া খাতুন, নির্মাণ কাজ এখনো চলছে। পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে ২০০টি। প্রতিটির উচ্চতা ১৭ ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে ৪টি মিনার। প্রতিটির উচ্চতা ১০১ ফুট। পাশাপশি আরো চারটি মিনার আছে ৮১ ফুট উচ্চতার। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশেই অবস্থিত। এর উচ্চতা ৪৫১ ফুট। ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কোরআন শরিফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে মসজিদের দেয়ালে অঙ্কিত কোরআন শরিফ পড়তে পারবেন।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জানানঃ আল্লাহ ঘর মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসছে, এতে বোঝা যায় মানুষ এখন মসজিদমুখী হচ্ছে ‌ ।


মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে দেশের সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন মসজিদের প্রতিষ্ঠাতা ।

No comments:

Post a Comment