সোনারগাঁয়ে আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, April 6, 2021

সোনারগাঁয়ে আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত।

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৭ এপ্রিল বুধবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৬৯ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৪৮ জন নেগেটিভ এসেছে। আক্রান্তরা হলেনঃ



➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নয়াপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সাহাপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বেহাকৈর, কাঁচপুর।

৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ঝাউচর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হাবিবপুর, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সোনাপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – টিপর্দী, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মাধবপুর, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনা ঘাট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বটতলা, শম্ভূপুরা।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মল্লিকপাড়া, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জয়রামপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সেনপাড়া, বারদী।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. নুরুল আলম, ৫৫ বছর

চর গোয়ালদি, পিরোজপুর।

২. শাহীন, ২৬ বছর

রতনপুর, পিরোজপুর।

৩. আবু তাহের, ৩৮ বছর

কোরবানপুর, পিরোজপুর।

৪. ডাঃ মাহবুবা রহমান, ২৯ বছর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।

৫. তৈয়ব আলী, ৬০ বছর

মাঝের চর, মোগরাপাড়া।

৬. সাইদুল জামান, ২৮ বছর

নতুন টিপরদি, আমিনপুর।

৭. দেলোয়ার, ৪০ বছর

কুতুবপুর, কাঁচপুর।

৮. দেবী রাণী সাহা, ৬০ বছর

ইউসুফগঞ্জ, মোগরাপাড়া।

৯. শাহ আলম, ৩৫ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১০. মুজিবুর রহমান, ৩৭ বছর

ঝাউচর, পিরোজপুর।

১১. সৌরভ, ২১ বছর

গঙ্গানগর, পিরোজপুর।

১২. হাসান, ৩০ বছর

ছনপাড়া, বৈদ্যের বাজার।

১৩. মানসুরা আক্তার, ৪০ বছর

চর গোয়ালদি, পিরোজপুর।

১৪. পল্লব, ২৪ বছর

বানীনাথপুর, আমিনপুর।

১৫. জসীম উদ্দিন, ২৯ বছর

বেলপাড়া, সনমান্দি।

১৬. রেজাউল করিম, ৫৭ বছর

সোনাখালী, মোগরাপাড়া।

১৭. আশাব উদ্দিন, ৫৫ বছর

গোয়ালপাড়া, বারদী।

১৮. ইয়াসিন, ২৫ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১৯. সাজেদুল, ৪০ বছর

কাপরদি, মোগরাপাড়া।

২০. মারুফা, ২৮ বছর

কাপরদি, মোগরাপাড়া।

২১. শাহজালাল, ৫৩ বছর

সাহাপুর, আমিনপুর।

২২. মোঃ আবু সাঈদ, ৩৫ বছর

মান্দার পাড়া, বারদী।

২৩. কবির হোসেন, ৪৬ বছর

হাতকোপা, আমিনপুর।

২৪. তানজিলা, ২৫ বছর

পল্লী বিদ্যুৎ অফিস, আমিনপুর।

২৫. জামাল ভূঁইয়া, ২৬ বছর

মদনপুর, বন্দর।

২৬. মমতাজ, ৩২ বছর

কুশিয়ারা, বন্দর।

২৭. মোঃ মনির হোসেন, ২২ বছর

ঝাউচর, পিরোজপুর।

২৮. বাপ্পা বড়ুয়া, ৩২ বছর

দুধঘাটা, পিরোজপুর।

২৯. নাহিদ মুরাদ, ২৯ বছর

ইছাপাড়া, আমিনপুর।

৩০. আমির হোসেন, ৪৯ বছর

বড় রায় পাড়া,গজারিয়া, মুন্সীগঞ্জ।

৩১. মোঃ হালিম, ৩৭ বছর

রসুলপুর, গজারিয়া, মুন্সীগঞ্জ।

৩২. তাসলিমা, ৩০ বছর

গোয়ালদি, আমিনপুর।

৩৩. মেহেদি হাসান, ৩২ বছর

দৈলেরবাগ, আমিনপুর।

৩৪. আবুল কালাম, ২৪ বছর

মদনপুর, বন্দর।

৩৫. কামরুজ্জামান, ৪৭ বছর

চিলারবাগ, আমিনপুর।

৩৬. বেলাল আহমেদ, ৫০ বছর

জয়রামপুর, আমিনপুর।

৩৭. চঞ্চল হাসান, ৩২ বছর

ঝাউচর, পিরোজপুর।

৩৮. জাকিয়া, ২১ বছর

সেনপাড়া, কাঁচপুর।

৩৯. শাহরিয়ার, ১০ বছর

বট তলা, শম্ভূপুরা।

৪০. হৃদয়, ২৩ বছর

চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।

৪১. আনোয়ার, ৩৪ বছর

মদনপুর, বন্দর।

৪২. জাফর, ৩৪ বছর

ললাটি, কাঁচপুর।

৪৩. খালিদ, ২৯ বছর

কাঠালিয়া পাড়া, সাদীপুর।

৪৪. আলমগীর, ২৮ বছর

মহজমপুর, জামপুর।

৪৫. মোসলেমা, ৩১ বছর

শেখকান্দি, নোয়াগাঁও।

৪৬. জসীম, ৪৮ বছর

চৌরাপাড়া, নোয়াঁগাও।

৪৭. আসমা, ৩৯ বছর

বাগমুছা, আমিনপুর।

৪৮. দেলোয়ার, ৪০বছর

পাঁচ আনি, সনমান্দী। 


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৬ জন সুস্থতা লাভ করেছেন: -

 

১. আসমা আক্তার, ৩৯ বছর

বাগমুছা, আমিনপুর।

২. রজতন্নেছা, ৬৫ বছর

শিরাব, জামপুর।

৩. দীপা আক্তার, ২৫ বছর

রাইজদিয়া, আমিনপুর।

৪. রেজাউল, ৪৫ বছর

পল্লী বিদ্যুৎ অফিস, আমিনপুর।

৫. মনিরুজ্জামান, ৪৫ বছর

আমিনপুর, আমিনপুর।

৬. সুমি, ২২ বছর

পঞ্চবটি, বৈদ্যের বাজার।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯৬১ জন (মৃত্যু-৩০ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮২৯ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment