সোনারগাঁয়ে আরো ৬ জনের দেহে করোনা শনাক্ত - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, May 28, 2021

সোনারগাঁয়ে আরো ৬ জনের দেহে করোনা শনাক্ত

 


সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।শনিবার  দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৯ মে শনিবার  দুপুরে  পাওয়া তথ্য অনুযায়ী ২৮ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, 

➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মেঘনা ঘাট, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পিরোজপুর, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সোনাখালী, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা  – মাঝের চর, সনমান্দী।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. নথনেল, ৭২ বছর

হরিপুর, মদনপুর, বন্দর।

২. মোঃ জাকির হোসেন, ৩৪ বছর

টিপর্দী, আমিনপুর।

৩. আক্তার, ৪৭ বছর

চর গোয়ালদী, পিরোজপুর।

৪. উমার ফারক, ৫২ বছর

আলগীর চর, বারদী।

৫. শাহাদাৎ, ২৩ বছর

মেঘনা ঘাট, পিরোজপুর।

৬. সামিয়া, ৮ বছর

চিরাইপাড়া, লাঙ্গলবন্দ, বন্দর।

৭. Zhang Ping, ৩৮ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৮. Zhang Hailong, ৩৩ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

৯. Hu Xiang Yi, ৩৭ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১০. Hu Xiang Bin, ৩৬ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১১. Zhang Shuai Shuai,৩৩ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১২. Gao Ji You, ৫০ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১৩. Wang Qing Jun, ৩৩ বছর

মেঘনা কেমিক্যাল প্ল্যান্ট, পিরোজপুর।

১৪. তানজিলা, ৯ বছর

হাড়িয়া, বৈদ্যের বাজার।

১৫. জুলেখা, ৩৫ বছর

দড়িগাঁও, পিরোজপুর।

১৬. শাকিল, ২৩ বছর

ঝাউচর, পিরোজপুর।

১৭. সাহারা, ৬২ বছর

মাধবপুর, মোগরাপাড়া।

১৮. শাহেদ, ২৪ বছর

মহজমপুর, জামপুর।

১৯. সুরাইয়া, ২৬ বছর

সোনাপুর, কাঁচপুর।

২০. লিটন, ৪০ বছর

প্রতাপের চর, পিরোজপুর।

২১. জসিম, ৪২ বছর

সাদীপুর, সাদীপুর।

২২. রাহিমা আক্তার, ৩৪ বছর

মেঘনা শিল্প নগরী সি.সি., পিরোজপুর।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১ জন সুস্থতা লাভ করেছেন :-


১. আব্দুল খালেক আব্বাসী, ৫৮ বছর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী - ১২১২ জন (মৃত্যু-৩৭ জন)

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন - ১১৫৫ জন। 

 

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment