ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)'র পুরস্কার পেলেন ডামুড্যা থানার বর্তমান ওসি শরীফ আহমেদ। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Wednesday, June 16, 2021

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)'র পুরস্কার পেলেন ডামুড্যা থানার বর্তমান ওসি শরীফ আহমেদ।

 


নিজস্ব প্রতিবেদকঃ


ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানার বর্তমান অফিসার ইনর্চাজ শরীফ আহমেদ।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)'র দায়িত্বে থাকা কালীন সময়ে অভিন্ন মানদন্ডের আলোকে,ভালো কাজের স্বীকৃতি স্বরুপ মে/২০২১ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে শরীফ আহমেদকে নির্বাচিত করা হয়।



গত মঙ্গলবার(১৫ জুন) ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) তার অফিসে,মে/২০২১ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হওয়ায় শরীফ আহমেদ কে পুরস্কার প্রদান করেন।

উল্লেখ যে, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন,মাদক উদ্ধার,গ্রেপ্তারী পরোয়ানা তামিল,মানবিক কাজে পুলিশিং কার্যক্রম জোরদার,কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দক্ষতা,থানায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,মামলা নিষ্পত্তিতে পেশাদারিত্বের অবদান রাখা,বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালকাজের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মানিত করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির পিপিএম (বার),ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা পিপিএম (বার),ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছানোয়ার হোসেন পিপিএম (বার) সদর সার্কেল গোপালগঞ্জ,অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম গোপালগঞ্জ সদর থানা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, মূলত ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি ভালোকাজের স্বীকৃতি স্বরুপ।



এসএস/বি


 



No comments:

Post a Comment