স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মানাধীন ঘরগুলো পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সোমবার সকালে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ প্রমুখ।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এখানে তেমন হয়নি। অন্যান্য স্থানের তুলনায় সোনারগাঁয়ের ঘরগুলো মজবুত রয়েছে। ভূমিহীনদের ঘর ও জমি দেওয়ার পর যাদের জমি আছে ঘর নেই এমন প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর তিনি শিশুদের খাদ্য বিতরণ করেন।এসময় সুবিধাভোগীরা জেলা প্রশাসককে সামনে পেয়ে অবেগ আপ্লুত হয়ে পড়েন।
No comments:
Post a Comment