সোনারগাঁয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, July 1, 2021

সোনারগাঁয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন

 



কঠোর লক ডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে সশস্ত্র বাহিনী। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুস্তফা মুন্নার নেতৃত্বে তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এসময় তারা মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এছাড়া উপজেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশী টহর জোড়দার করা হয়েছে।


সরেজমিনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে চৌরাস্তার প্রবেশ মুখে পুলিশ পাহারায় রয়েছেন। জরুরী প্রয়োজন ও সরকারী নির্দেশনা মোতাবেক জরুরী সেবা সমুহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া অন্যান্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধি নিষেধ। রিক্সা ছাড়া কোন অটো প্রবেশ করার সময় আটকে দিচ্ছেন তারা। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরী চেক পোস্ট ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানগুলোকেও সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।


উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মোস্তফা মুন্না জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরর নেতৃত্ব সশস্ত্র বাহিনী টহল জোড়দার করা হয়েছে। মানুষ যাতে অযথা ঘর থেকে বাহির না হয় সেজন্য তাদের আহবান করা হচ্ছে সাথে যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর যারা খুব জরুরী কাছে বাহিরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্য বিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

No comments:

Post a Comment