রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Friday, July 23, 2021

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

 


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ পরিবারের অভিভাবক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন (৭৮)  এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৩ জুলাই) বাদ জুম্মা উপজেলার মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই সোনারগাঁও সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মুসল্লীরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে। এক পর্যায়ে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে এবং বিদ্যালয়ের খেলার মাঠ পুরো ভরে যায়। রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে মরহুমের লাশ মোগরাপাড়া দরগাহ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের হাজার হাজার লোকজন অংশ নেন।

মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন খেলার মাঠে মরহুমের জানাযা নামাজের আগে ও পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ মোশারফ হোসেন এর কফিনে সোনারগাঁও উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত সোয়া ৯টায় রাজধানীর গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন এর মৃত্যুর সংবাদে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সোনারগাঁও বাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment