নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃত ডাকাতরা হলেন,উপজেলার জামপুর ইউনিয়নের বরাব গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সাব্বির ও বন্দর উপজেলার চানপুর এলাকার আবুল কালামের ছেলে দিপু।
স্থানীয়রা জানান,লক ডাউনে আশেপাশের দোকানপাট বন্ধ থাকার সুযোগে উপজেলার মিরেরটেক বাজারে ডাকাতি প্রস্তুতি নেয়, স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে দিপু ও সাব্বির নামে দুজনকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের হাতে তুলে দেওয়া হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক ইকবাল হোসেন জানান, ডাকাতি প্রস্তুতির সময় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
No comments:
Post a Comment