সোনারগাঁও সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার(৪ জুলাই) দিবাগত রাতে এসআই(নিঃ) ইয়াউর রহমান ও এএসআই(নিঃ) কর্নকুমার হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খংসারদী এলাকা থেকে আল আমিন মিয়া (৩৬) ও মোগরাপাড়া ইউনিয়নের কাফুর্দী এলাকা থেকে আসামী শহিদুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার উত্তর খংসারদী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আল আমিন মিয়া ও মোগরাপাড়া ইউনিয়নের কাফুর্দী এলাকার বদুরদজ্জামানের ছেলে শহিদুল।
এ বিষয়ে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইয়াউর রহমান জানান, রবিবার রাতে এক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় যৌতুক ও চেক জালিয়াতির মামলা রয়েছে এবং তারা দুজনেই ওয়ারেন্টভুক্ত আসামী। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
No comments:
Post a Comment