প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, July 26, 2021

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

 

সদ্য সংবাদ ডেস্কঃ


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য 

বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর রুহের মাগফিরাত ও শান্তি কামনায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের ছোট ভাই আরিফ মাসুদ বাবু'র সভাপতিত্বে আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনারগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল হায়দার বাবু। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ীয়া মসজিদের ইমাম হাফেজ আব্দুস সাত্তার নিজামী।

স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন,  ইউপি সদস্য মোঃ শিপন সরকার,মজিবুর রহমান,আব্দুল হক,আবু তাহের, মোঃ মাজহারুল ইসলাম মানিক, আব্দুস সামাদ, মোঃ মুছা মিয়া প্রমুখ। এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে বক্তব্যে স্মৃতিচারণ করেন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাপ মিয়া,প্রয়াত মোশারফ হোসেনের একমাত্র ছেলে তানভীর হোসেন তাননা,মোশারফ হোসেনের ছোট ভাই প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ছেলে মোঃ এরফান হোসেন দীপ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

তার পূর্বে উপস্থিতগণ মোগরাপাড়া দরগাহ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের কবর জিয়ারত করেন।



এসএস/বি

No comments:

Post a Comment