সোনারগাঁওয়ে আব্দুল্লাহ্ আল কায়সারের নেতৃত্বে শোকদিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Saturday, August 21, 2021

সোনারগাঁওয়ে আব্দুল্লাহ্ আল কায়সারের নেতৃত্বে শোকদিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।

 

সদ্য সংবাদ ডেস্কঃ 

 ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে অভিযুক্ত করে ঐ ঘটনার সকল আসামীর দন্ডাদেশ কার্যকর করার দাবিতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত'র নেতৃত্বে শোকসভা ও দোয়া মাহফিল করেছেন সোনারগাঁও  উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি।  



শনিবার (২১ আগস্ট ) বিকেল ৪ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগের ২ নং যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম'র সভাপতিত্বে শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে সোনারগাঁও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল্ কায়সার হাসনাত বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আমরা আজ রাজপথে প্রতিবাদ করছি, দোয়া মাহফিল ও শোক সভা করছি, বেঁচে আছি তাই। যদি সেদিন মারা যেতাম আজ হয়তো এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন তখনকার রাষ্ট্রীয় সন্ত্রাসে বেগম খালেদা জিয়ার কু-সন্তান তারেক রহমানের নীল নকশায় জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের মেরে ফেলার ষড়যন্ত্রের যে ফাঁদ পেতেছিলো, আল্লাহর অশেষ রহমতে প্রিয়নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও, সেই হামলায় প্রাণ দিতে হয়েছিলাে সংগ্রামী নারী নেত্রী আইভী রহমান সহ ২৪ জনকে, এছাড়া প্রায় ৪ শতাধিক নেতাকর্মী চীরতরে পঙ্গু হয়ে মানবতার জীবনধারণ করছেন। আমরা সেই দিনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। এবং কালক্ষেপন না করে অচিরেই হামলার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় এনে বাংলার মাটিতে তাদের শাস্তির রায় কার্যকর করার আহবান জানাচ্ছি। 



নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম'র সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন,উপজেলা মৎস্যজিবী লীগের সভাপতি আঃ কাইউম, পৌর যুবলীগ সভাপতি আসাদুল ইসলাম আসাদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসটস/বি

No comments:

Post a Comment