সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, August 3, 2021

সোনারগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই।

 



সোনারগাঁও সময়ঃ

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাবুল মিয়া নামে এক ভাঙারি ব্যাবসায়ীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৪ আগষ্ট) আনুমানিক ভোর ৪ টার সময়   উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় মেঘনা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে এসে টানা ২ ঘন্টা চেষ্টা করে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা করা হয়েছে।

অভিযোগে বাবুল মিয়া উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এর আগেও আমার ছোট ভাইয়ের একটি দোকানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এতে প্রায় আমার ২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। অপর দিকে পাশের দোকানদার মো আরিফ জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমার দোকানের সর্বমোট ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।


সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান অগ্নিকাণ্ডের ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments:

Post a Comment