সোনারগাঁওয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, November 22, 2021

সোনারগাঁওয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

 


সোনারগাঁওয়ে আসন্ন শম্ভুপুরা ইউপি নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠকে শম্ভুপুরা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিনের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতারা। 

সোমবার (২২ নভেম্বর) বিকেলে হোসেনপুর কলেজ মাঠে শম্ভুপুরা ইউনিয়নের আ’লীগ সমর্থিত নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, আব্দুল হাই ও সাবেক সংসদ উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কাউসার হাসনাত।শুভেচ্ছা বক্তব্যে আব্দুল হাই ২৮ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে, বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment