সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ট্রাক চাপায় সুমি আক্তার (২০) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতসোমবার রাত ১০টার দিকে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনায় ঘটে।নিহত সুমি আক্তার নরাইলের নোয়াগাজী থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
এই নারী কাঁচপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের পোষাক তৈরির কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খাঁন জানান, রাস্তায় পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলে মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।
ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৩-৬৮৯৬) মদনপুর বাসস্ট্যান্ড থেকে আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এসএস/বি
No comments:
Post a Comment