সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটিকে ইঞ্জিনিয়ার মাসুমের শুভেচ্ছা। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, January 4, 2022

সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটিকে ইঞ্জিনিয়ার মাসুমের শুভেচ্ছা।

 


সদ্য সংবাদ ডেস্কঃ 

সোনারগাঁও প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 


মঙ্গলবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান।

শুভেচ্ছা বিনিময়ের সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সোনারগাঁও প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনটি সোনারগাঁওয়ে ইতিবাচক সাংবাদিকতার পথিকৃৎ। এ সংগঠনের নতুন কমিটির কাছে দাবী থাকবে সবাই যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করেন।

আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন,অর্থ সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সাংবাদিক কল্যান সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন,ক্রীড়া সম্পাদক মাসুম মাহমুদ,নির্বাহী সদস্য মনির হোসেন,শামসুল আলম তুহিন,সদস্য কবির হোসেন প্রমুখ।


এসএস/বি

No comments:

Post a Comment