নাসিক নির্বাচনে এ.এইচ.এম মাসুদ দুলালের গণসংযোগ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Saturday, January 15, 2022

নাসিক নির্বাচনে এ.এইচ.এম মাসুদ দুলালের গণসংযোগ

  


১৬ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন।আর এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভির নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল। সোম,মঙ্গল,বুধ,বৃহস্পতি ও শুক্রবার তিনি তার নেতা কর্মিদের নিয়ে নারায়ণগঞ্জ শহরের অলিগলিতে নৌকার পক্ষে ভোট চেয়ে ভোটারদের দারস্থ হন। 

এ সময় তাকে জনগণের কাছে শেখ হাসিনা সরকারের শত উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতেদেখা যায়।তিনি বলেন নৌকা মার্কায় সবাই ভোট দিবেন,কারন এই মার্কা স্বাধীনতার প্রতিক,বঙ্গবন্ধুর প্রতিক।

এসময় তিনি চায়ের দোকান হাট বাজার সহ সিটি কর্পারেশনের পাড়া মহল্লার ভোটারদের সাথে গনসংযোগ করেন । সেই সাথে নৌকা প্রতিকে সেলিনা হায়াৎ আইভিকে জয়ী করতে জনগনকে উদ্বুদ্ধ করেন তিনি।

No comments:

Post a Comment