ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাড়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও একটি বিদেশী পিস্তল সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামসুল হুদা ওরফে সেলিম উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার আষাড়িয়ার চর এলাকায় মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। পরে তল্লাসী চালিয়ে শামসুল হুদা ওরফে সেলিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামসুল হুদা সেলিমের বিরুদ্ধে থানায় মামলা দায়েররের প্রস্তুতি চলছে।
No comments:
Post a Comment