মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্য দেয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুলকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টের সভা কক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি এক সাংবাদিক সম্মেলন করেন। এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের মাঝে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া,১ নং যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও ২ নং যুগ্ম আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের একটি ধর্মীয় অনুষ্ঠানে উক্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবলু (লায়ন বাবুল) মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে মনগড়া বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য,মনগড়া বলে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির কাছে বিবেচিত হয়েছে।
অতএব,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উপস্থিত সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক এম এ রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লায়ন মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল)কে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বীসহ আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দ।
No comments:
Post a Comment