সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি,ককটেল বিস্ফোরণ,ধাওয়া করতে গিয়ে আহত-৩ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Saturday, March 26, 2022

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি,ককটেল বিস্ফোরণ,ধাওয়া করতে গিয়ে আহত-৩





 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেজাউল হক নামের এক স’মিল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ঐ ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ডাকাতদের আটক করতে গিয়ে ৩জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল হকের ভাতিজা সাইদুল জানান, শনিবার(২৬ মার্চ) ভোর ৩টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় ১২/১৩ জনের একটি ডাকাত দল রেজাউল হকের ২য় তলা বাড়িতে মেইন গেইট ভেঙ্গে প্রবেশ করে দেশীয় অস্ত্র ও ককটেলের মুখে সবাইকে জিম্মি করে। ঘরে থাকা নগদ ৩লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার চারটি মোবাইল সেটসহ ৯লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা এলাকাবাসীর উপর দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে মো. মনির হোসেন, আলী হোসেন ও আজিজ নামের ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

 

No comments:

Post a Comment