নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব -১১।
২১ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১ এর অভিযান অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকার ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইফুল ইসলাম (৪৩), শাহিন আহমেদ (৩৫) ও রিফাত চৌধুরী (১৯) নামের তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহনের ব্যবহৃত টয়োটা কম্পানির একটি সাদা রঙের (ঢাকা মেট্রো - গ ২৫-৭৫২৭) নাম্বারের প্রাইভেটকার জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
No comments:
Post a Comment