শতাধিক অসহায় পরিবারে হাঁসি ফোটালো টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশন। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, May 2, 2022

শতাধিক অসহায় পরিবারে হাঁসি ফোটালো টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশন।

 

সদ্য সংবাদ ডেস্কঃ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশন এর উদ্যোগে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 



নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশনের অর্থায়নে প্রতিবারের ন্যায় এবারও শম্ভুপুরা ইউনিয়নের  ৩ নং ওয়ার্ডের টেকপাড়া এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার(২মে ২০২২)সকালে ওই এলাকার প্রায় শতাধিক অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে উক্ত ক্লাবের সদস্যরা ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেয়
একটি মোরগ সহ প্রতিটি প্যাকেটে ছিল,পোলাওচাল,সেমাই,দুধ,চিনি,লবন,তৈল,মশলা,নুডুলস ও প্যাকেট বিস্কুট। 



ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন,শেখ মোখলেসুর রহমান সেলিম মাষ্টার,বিশিষ্ট ব্যাবসায়ী আবু আহাম্মদ,ব্যাবসায়ী জহিরুল ইসলাম,হারুন সরকার,আলী মিয়া হাজী,শাহাজালাল প্রবাসী,সাহাজাহান,আবু তাহের মাষ্টার,জসিম মাষ্টার, নুর হোসেন,মন্জুর,নাজিমউদ্দীন,উজ্জ্বল,আলামিন খান,ক্লাব সদস্য আতিকুর রহমান রিয়াদ,পলাশ,অনিক,রাজিব,শামীম,শাওন,লিংকন,রাকিব,সৈয়দরাশেল,রাশেদ,মিরাজুল,সোয়াদ,মাহফুজ,শাওন,নাজমুল,আরিফ,অমিত,ইমন,ওয়াসকুরুনি,মাহমুদুল্লাহ,জাকারিয়া,মাসুদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।



ক্লাব সদস্যরা দেশবাসীর কল্যাণ কামনা, ঈদের শুভেচ্ছা ও সবাইকে ঈদ মুবারক জানান।

এসএস/বি

No comments:

Post a Comment