সোনারগাঁয়ে আ'লীগের মনোনীত প্রার্থী সোহাগ রনির মনোনয়ন পত্র জমা। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, May 17, 2022

সোনারগাঁয়ে আ'লীগের মনোনীত প্রার্থী সোহাগ রনির মনোনয়ন পত্র জমা।

 


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহ মোঃ সোহাগ রনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

মঙ্গলবার(১৭ মে) বিকেলে  উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে তার মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সভাপতি রাশেদউদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা দীপক বনিক দিপু, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মশিউর রহমান শামীম, সদস্য সচিব রোবায়েত হোসেন শান্ত, ছাত্রলীগের সভাপতি আবু তাহের রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।

এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

No comments:

Post a Comment