সদ্য সংবাদ ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২০৬ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এ,এইচ,এম,মাসুদ দুলাল।
গতকাল (২০ নভেম্বর) সোমবার দুপুরে কয়েক হাজার নেতা কর্মিদের উৎসব মুখর পরিবেশে নজরকারা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-র দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের পর নৌকায় ভোট চেয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের ভোটারসহ দেশের সকল মানুষের কাছে দোয়া চান। এবং আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদে দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
বিগত দিনে তিনি সোনারগাঁয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার সহ শেখ হাসিনার যে কোন নির্দেশ পালনে করোনাকালীন সময়ে মানুষের মাঝে চিকিৎসা সরঞ্জাম,খাদ্য সামগ্রী,ফ্রী অক্সিজেন সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি বলেন সোনারগাঁ আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু নেতা কর্মীদের মাঝে কোন অনৈক্য নেই। জন নেত্রী শেখ হাসিনা সোনারগাঁয়ে যার হাতেই নৌকা তুলে দিবেন আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে তার হয়েই নৌকার জন্য কাজ করবো। সোনারগাঁবাসী অপেক্ষায় আছে নৌকা প্রতীকে ভোট দিয়ে এই আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার জন্য।
তখন সোনারগাঁ থেকে আগত নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য,শেখ এনামুল হক বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম ইমাম, মোজাফফর,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের ১ নং যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদ মাহমুদ,সিংগাপুর যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক হারুন জয়,পৌর যুবলীগ নেতা অপু সারোয়ার,যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু,রিটন প্রধান,ছাত্রলীগ নেতা সোহেল,ইবনেসিনহা প্রপেল,সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম,সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসাইন নাঈম,কমল হক, অপু,মেহেদী,শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সোনারগাঁ শাখার ১ নং যুগ্ম সাধারন সম্পাদক মো.সেলিম আহমেদ,ছাত্রলীগ নেতা রনি আহমেদ,সাজিদুল ইসলাম শুভ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসএস/বি
১৯ নভেম্বর ২০২৩ খ্রীঃ
No comments:
Post a Comment