মুরাদ মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ এর সুনামগঞ্জের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ র্যাব কার্যালয়ের সামনে দুস্থদের মাঝে খাবার তুলে দেন সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের এ এস পি মো. আব্দুল্লাহ,ডি এ ডি মো. আহাম্মদ ও এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।
র্যাব-৯এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ভূখন্ডটি স্বাধীন হয়েছিল বলেই আমরা আজ স্বাধীন দেশের একজন সৈনিক হিসেবে গর্ববোধ করছি। তাই জাতির পিতার শত জন্মবার্ষিকীতে র্যাবের সেবা সপ্তাহ উপলক্ষে আমরাজেলার গরীব ছিন্নমূল ও দুস্থদের মধ্যে খাবার বিতরনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ও অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
No comments:
Post a Comment