একুশ আমার অহংকার
মোঃ রফিকুল ইসলাম
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
একুশ আমার চেতনা
একুশ মানে ভুলবো না,
একুশ আমার অহংকার
একুশ মানে আর্তনাদ।
একুশ মানে ভাই হারানো
বোনের চোখে বেদনা,
একুশ মানে মায়ের কান্না
ছেলে হারার যন্ত্রনা।
একুশ মানে ভাষার দাবি
আমরা কিন্তু ছাড়বো না,
একুশ মানে শহীদ ভাইদের
রক্তের দাবি ভুলবো না।
একুশ মানে হাজার ও বোনের
সম্মান হারার যন্ত্রনা,
একুশ মানে বাংলার দাবি
দামাল ছেলে ভুলে না।
একুশ মানে রাজপথে রাঙ্গা
পাকবাহিনীর অত্যাচার,
একুশ মানে পূব আকাশে
নতুন ভোরের ডাক।
একুশ মানে অনেক স্বপ্ন
রঙ্গিন দেখা ভোর,
একুশ মানে মায়ের দেওয়া
হাজার ও শক্তি বল।
No comments:
Post a Comment