সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, March 15, 2021

সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন।

 

সদ্য সংবাদ ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় উদ্ধোধন করা হয়েছে। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম কার্যালয় উদ্ধোধন করেন।


সোমবার (১৫'ই মার্চ) বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও বটতলা বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এই কার্যালয় উদ্ধোধন করা হয়। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফিরোজ্জামান মোল্লার সভাপতিত্বে কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ আতিকুল্লাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব তাইজুল ইসলাম, আলী আকবর মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সোনারগাঁও ুপজেলা যুবলীগ নেতা আরিফ হোসেন। সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ।



প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ করি আমি। আওয়ামী লীগের কর্মী হিসেবে আছি। আমরা সোনারগাঁও আওয়ামী লীগে কোনো গ্রুপিং চাই না। পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সব নেতা-কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা রাজপথের প্রশিক্ষিত সৈনিক,ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। যারা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে কথা বলেন,মহামারী করোনা কালীন সময়ে তারা কোথায় ছিলেন ? মিছিল মিটিংয়ে আমরাই হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করি। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করিনা জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, এম এ সালাম ভূঁইয়া, মোঃ জিয়াউল হক, মোঃ তাইজউদ্দিন, মোঃ আবুল হোসেন, মোঃ সোহেল সিকদার, মোঃ স্বপন আহমেদ, মোঃ আলাউদ্দিন মুন্সী, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আয়ুব আলী, মোঃ কবির হোসেন, মোঃ শহিদুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএস/বি


No comments:

Post a Comment