সোনারগাঁয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুুুুপিয়ে জখম বাড়িঘর ভাংচুর লুটপাট - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Wednesday, March 10, 2021

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুুুুপিয়ে জখম বাড়িঘর ভাংচুর লুটপাট

 



সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ   সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম  ও বাড়ি ঘর লুটপাট  ভাংচুর করেছে স্থানীয়  সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)   সন্ধা ৭টার দিকে উপজেলার বৈদ্যের বাজার এলাকায়  আবুল  ডাক্তারের ঔষধের  দোকানের সামনে প্রকাশ্যে  ব্যাবসায়ী মো. হামিদুলের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায়  হামিদুলের পরিবারের  পক্ষে  সোনারগাঁও  থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলায়  আহত ব্যাবসায়ী উপজেলার  বৈদ্যেরবাজার ইউনিয়নের রামগঞ্জ এলাকার    মৃত, আমিনউদ্দীন মেম্বারে ছেলে, হামিদুল (৩৮)  জাতীয়  শিশু  কিশোর  শেখ রাশেল পরিষদের নারায়ণগঞ্জ   জেলার যুগ্ন সাধারণ  সম্পাদক।  


স্থানীয় প্রত্যক্ষদর্শী  ও লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,  গত মঙ্গলবার সন্ধ্যার  দিকে ব্যাবসয়ী হামিদুল বাসার থেকে বের হয়ে ঔষধের জন্য আবুল ডাক্তারে ফ্যার্মেসীর সামনে পৌঁছা মাত্র পূর্বশত্রুতার যের ধরে  একই এলাকার  মৃত চান মিয়ার ছেলে  জাহাঙ্গীরে    নেতৃত্বে মো, মনির, মো, জাহিদুল, মো, জোবায়ের, শাহিনুর বেগম,মী, মো, মাসুম, মো,   আলাল অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা  হামিদুলকে হত্যার  উদ্দেশ্যে ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে  জখম  করে। 


এক পর্যায়ে সন্ত্রাসীরা  ধারালো অস্ত্র দিয়ে হামিদকে  শরীরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  সোনারগাঁও স্বাস্থ্য কেন্দ্র   ভর্তি করে। হামিদুলের  অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা   মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত  ঘটনার জের ধরে  একইদিন রাতে ১০টার দিকে উল্লেখিত সন্ত্রাসীর হামিদুলের  বাড়ি ভাংচুর করে  লুটপাট করে ৪ ভরি স্বর্ণ অলংকার  ৩লক্ষ ত্রিশ  হাজার টাকা নিয়ে যায়।  


সোনারগাঁও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, রফিকুল ইসলাম  জানান, এ ঘটনায় একটিলিখিত অভিযোগ গ্রহণ  করা হয়েছে। তদন্তেরমাধ্যমে  আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment