নিজেকে সর্বদা জনগনের সেবায় বিলিয়ে দিতে চাইঃহাজ্বী মোহাম্মদ আলী - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Tuesday, March 9, 2021

নিজেকে সর্বদা জনগনের সেবায় বিলিয়ে দিতে চাইঃহাজ্বী মোহাম্মদ আলী

 



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করা আশা ব্যাক্ত করেছন হাজ্বী মোহাম্মদ আলী। 


তিনি জানান নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা ভাই "র"  নির্দেশ ক্রমেই আমি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

ইতিমধ্যে পাড়া মহল্লা সহ বিভিন্ন এলাকায়, বাজার মহল্লা গুলোতে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি আশা রাখছি মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট প্রধান করবে তাছাড়া করোনাভাইরাস মহামারীতে বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ আর্থিক ভাবে সহায়তা প্রধান করেছি তবে কতটা করতে পেরেছি তা জনগণ ভালো জানে।


 নিজেকে সর্বদা জনগনের সেবায় বিলিয়ে দিতে চাই। আগামিতে আমি যদিমোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পাড়ি তাহলে মাদক, ইভটিজিং, ভূমিদুস্য মুক্ত একটি মডেল  ইউনিয়ন পরিষদ উপহার দিবো।

No comments:

Post a Comment