সোনারগাঁয়ে আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত, নেই স্বাস্থ্য সচেতনতা - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, April 5, 2021

সোনারগাঁয়ে আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত, নেই স্বাস্থ্য সচেতনতা

 



সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।সোমবার  দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, ৫ এপ্রিল সোমবার  দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৪০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ২১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, 

➕ পজিটিভের তথ্য : -


১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ললাটি, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – পাকুন্ডা, জামপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হরিহরদী, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নিউ টাউন, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – টিপর্দী, আমিনপুর।

৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – সাদীপুর, সাদীপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বাংলা বাজার, সনমান্দী।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – ছয় হিস্যা, পিরোজপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – গোবিন্দপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – কাঁচপুর, কাঁচপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – তাজপুর, আমিনপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – মহজমপুর, জামপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – নয়াপুর, সাদীপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – বড়নগর, মোগরাপাড়া।


➖ নেগেটিভের তালিকা : -

  

১. রুমান বাদশা, ৩৩ বছর

ফতেহপুর, সনমান্দী।

২. জ্যোতি, ৪ বছর

নিউ টাউন, পিরোজপুর।

৩. গোলজার, ৫০ বছর

হাড়িয়া, বৈদ্যের বাজার।

৪. হাসিবুল, ১৮ বছর

বাঘরী, কাঁচপুর।

৫. সানোয়ারা, ৪৮ বছর

বাঘরী, কাঁচপুর।

৬. কাউসার, ৩০ বছর

বাঘরী, কাঁচপুর।

৭. দেলোয়ার, ৩০ বছর

নয়াপুর, সাদীপুর।

৮. শরীফ, ২৫ বছর

টিপর্দী, আমিনপুর।

৯. সাগর, ২৮ বছর

নিউ টাউন, পিরোজপুর।

১০. অনন্ত, ১৬ বছর

সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।

১১. নাঈমা খাতুন, ২০ বছর

কেওঢালা, বন্দর।

১২. আশিকুর, ২২ বছর

ফুলহর, বন্দর।

১৩. সাইফুল, ৪০ বছর

মদনপুর, বন্দর।

১৪. কাউসার, ১৯ বছর

চান্দের ভোলা, বারদী।

১৫. নওশীন, ১২ বছর

কাঁচপুর, কাঁচপুর।

১৬. শামসুল হক, ৫০ বছর

কাঁচপুর, কাঁচপুর।

১৭. সোহান, ২৫ বছর

নাজিরপুর, সনমান্দী।

১৮. তাকলিমা, ৪০ বছর

মহজমপুর, জামপুর।

১৯. সুমি, ২৩ বছর

বাড়ী মজলিশ, মোগরাপাড়া।


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৯৩৯ জন (মৃত্যু-৩০ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৮০২ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।


No comments:

Post a Comment