সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বস্তল উত্তর পাড়া জামে মসজিদের দানের টাকার হিসাব চাওয়ায় বাড়িতে হামলা।
জানা গেছে বস্তল এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আমান উল্লাহ ( ৫০) ১৫ বছর যাবত মসজিদের সভাপতির দায়িত্বে পালনে ছিল।
বিগত এক বৎসর যাবত আমান উল্লাহ কে মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয় সমাজ বাসীর পক্ষ থেকে।
আমান উল্লাহ সভাপতি থাকা অবস্থায় মসজিদের কোন হিসাব নিকাশ কারো কাছে তিনি পরিষ্কারভাবে প্রদান করেন নাই।
এ ব্যাপারে মৌখিক ভাবে প্রতিবাদ করে মোঃ মিজান (২৫) পিতা মোঃ সিরাজুল ইসলাম,সাং বস্তল, ইউনিয়ন জামপুর সহ উক্ত সমাজের বসবাসকারী ব্যক্তিবৃন্দ।
মিজান মৌখিকভাবে প্রতিবাদ করলে আমান উল্লাহ, হোসেন আলী ও কানকাটা রতন তাকে ভয় ভীতি ও তার সাথে খারাপ আচরণ করে গত ২৯ মার্চ সকাল ৯ ঘটিকায়।
আমান উল্লাহ পিতা মৃতঃ দুলাল মিয়া, (২)মোঃ হোসেন আলী পিতা দাইয়ান (৩) মোঃ রতন সর্ব সাং বস্তল ব্যক্তিদ্বয় বাদী মোঃ মিজানের (২৫) বাসায় হামলা করে এবং তার স্ত্রী ও পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করে।
এ ব্যাপারে মিজান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগটি তালতলা পুলিশ ফাঁড়ির এএসআই ইমাম আহাদের তদন্তধীন।
এসএস/বি
No comments:
Post a Comment