সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় ৬ জনের দেহে করোনা সনাক্ত। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, April 22, 2021

সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় ৬ জনের দেহে করোনা সনাক্ত।



সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৬৩ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ৬ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৫৭ জন নেগেটিভ এসেছে।

➕ পজিটিভের তথ্য : -

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- গোহাট্টা,মোগরাপাড়া।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- গংগানগর, সাদিপুর।

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নয়াপুর, সাদিপুর।  

১ জন প্রাপ্তবয়স্কা পুরুষ- মেঘনা গ্রুপ, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- মেঘনা ঘাট, পিরোজপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- পৌরভবনাথপুর, আমিনপুর।  

➖ নেগেটিভের তালিকা : -


১. নজরুল,২৮ বছর

ছনকান্দা, সনমান্দি।

২. শিউলি,৩৬ বছর

চান্দেরবলা, বারদি।

৩. ফাইজুল,৩১ বছর

আমগাঁও, সাদিপুর।

৪. শাহীন,১৮ বছর

কাফাইয়াকান্দা,সনমান্দি।

৫. নোমান,২২ বছর

টিপরদি,আমিনপুর।

৬. বেলাল,২৬ বছর

ইছাপার,আমিনপুর।

৭. শাহেরা আক্তার,৭২ বছর

পানাম গাবতলি,বৈদ্যেরবাজার।

৮. লুতফর রহমান,৫৮ বছর

নয়াপুর, সাদিপুর।

৯. হাসু বেগম,৬০ বছর

খাসনগর দিঘীরপাড়, আমিনপুর।

১০. আনিস,৪০ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১১. জুয়েল,২৬ বছর

নয়াপুর, সাদিপুর।

১২. মহিবুল্লাহ, ২৮ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১৩. দীন ইসলাম, ৩৫ বছর

মনারবাগ, বৈদ্যেরবাজার।

১৪. মামুন,২৪ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১৫. আতিকুর, ১৯ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১৬. রবিউল, ৩০ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

১৭. রিফাত,২৩ বছর

পিরোজপুর, পিরোজপুর।

১৮. রাশিদা,৫৭ বছর

পিরোজপুর, পিরোজপুর।

১৯. মকবুল,৩৪ বছর

পিরোজপুর, পিরোজপুর।

২০. আসমা,৩৫ বছর

চৌরাপাড়া, নোয়াগাঁও।

২১. মশিউর,২৪ বছর

আষাড়িয়ারচর, পিরোজপুর।

২২. মানিক,৩১বছর

ষোল্লপাড়া, মোগরাপাড়া।

২৩. ইউসুফ, ২৫ বছর

গোয়ালদি, আমিনপুর।

২৪. আরমান,২০ বছর

সেনপারা, বারদি।

২৫. নুর ইসলাম, ৩৩ বছর

সাদিপুর, সাদিপুর।

২৬. মাহফুজ এলাহি,৫৮ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

২৭. সোহান,১৫ বছর

ইছাপাড়া, আমিনপুর।

২৮. রফিকুল,৫৫ বছর

দৈলেরবাগ, আমিনপুর।

২৯. মুন্নী,২০ বছর

মংগলেরগাঁও, পিরোজপুর।

৩০. সোহেল,৩০ বছর

ভট্টপুর, আমিনপুর।

৩১. জেসমিন, ৩২ বছর

ঝাউচর, পিরোজপুর।

৩২. শরিফ, ২৯ বছর

ভট্টপুর, আমিনপুর।

৩৩. ইয়াসমিন,৩৫ বছর

হোসেনপুর, শম্ভুপুরা।

৩৪. গোলাম মর্তুজা,৪৫ বছর

সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।

৩৫. মনিরা, ৩০ বছর

মদনপুর, বন্দর।

৩৬. সাইফুল,৪০ বছর

মদনপুর, বন্দর।

৩৭. রিফাত,১৬ বছর

সাহাপুর, আমিনপুর।

৩৮. হালিম উদ্দিন,৩৪ বছর

পানাম, আমিনপুর।

৩৯. লাভলি,২৭ বছর

পানাম, আমিনপুর।

৪০. আনিসুর, ২৮ বছর

টিপরদি, আমিনপুর।

৪১. এহসানুল,৩৯ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৪২. আল-আমিন,২৫ বছর

কান্দারগাঁও, পিরোজপুর।

৪৩. বাপ্পি,২২ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৪৪. নজরুল, ২৭ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

৪৫. মফিজুল,৬৩ বছর

পিরোজপুর, পিরোজপুর।

৪৬. হেনা, ২৬ বছর

পিরোজপুর, পিরোজপুর।

৪৭. আমেনা,৩০ বছর

পিরোজপুর, পিরোজপুর।

৪৮. তাওলাদ,৫০ বছর

মংগলেরগাঁও, পিরোজপুর।

৪৯. ইসমাইল,৩৫ বছর

ভবনাথপুর, পিরোজপুর।

৫০. ইতি,১৮ বছর

দৌলতপুর, সনমান্দি।

৫১. খালেকুরজামান,৩৯ বছর

মালিবাগ,মদনপুর, বন্দর।

৫২. সাঈদ,২৬ বছর

সাহাপুর, আমিনপুর।

৫৩. সাইফুল,৩৫ বছর

চেংগাকান্দি, পিরোজপুর।

৫৪. রুমা,৩৩ বছর

চেংগাকান্দি, পিরোজপুর।

৫৫. জান্নাতুল, ২৫ বছর

মনাইরকান্দি, পিরোজপুর।

৫৬. জুবেদা,৩৩ বছর

সাদিপুর, সাদিপুর।

৫৭. আবদুল্লাহ, ৩৬ বছর

সাদিপুর, সাদিপুর।


*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১৯ জন সুস্থতা লাভ করেছেন:

১. রুমি আক্তার,২৮ বছর

হাতকোপা,আমিনপুর।

২. আসমাউল,৩২ বছর

নয়াপুর,সাদিপুর।

৩. রমজান আলী,২৮ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

৪. লিউ বাউ লি,৪৮ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৫. আন গুয়াং মিং,৩০ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৬. গুন ইউ গুই,৪৮ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৭. লি কান বেও,৪৮ বছর

সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।

৮. হুমায়ুন,৩৫ বছর

ছোট সাদিপুর, মোগরাপাড়া।

৯. শিরিনা,৬৫ বছর

মৃধাকান্দি, পিরোজপুর।

১০. মোজাম্মেল,৫৩ বছর

বাংলাদেশ লোকশিল্প যাদুঘর, আমিনপুর, সোনারগাঁ।

১১. শিরিনা,৩০ বছর

নয়াপুর, সাদিপুর।

১২. আফজাল,৩৫ বছর

মল্লিকপাড়া, আমিনপুর।

১৩. মেহেদি,১৮ বছর

হোসেনপুর, শম্ভুপুরা।

১৪. মারিয়া,২৯ বছর

পৌরভবনাথপুর, আমিনপুর।

১৫. তোফাজ্জল হোসেন,৪০ বছর

দামোদরদি, বৈদ্যেরবাজার।

১৬. হালিম উদ্দিন,৩৪ বছর

পানাম,আমিনপুর।

১৭. সুমন,২৭ বছর

ইমরান,৩৮ বছর।

১৮. ইমরান, ৩৮ বছর

বরগাঁও, সাদিপুর।

১৯. পারভিন,৩০ বছর

সেংগেলরাম, কাঁচপুর। 


অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী-১১১৭ জন (মৃত্যু-৩৬ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৯৪৭ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment