সোনারগাঁওয়ে আরো ৩জন করোনা আক্রান্ত, সুস্থ ১৮ - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Thursday, April 29, 2021

সোনারগাঁওয়ে আরো ৩জন করোনা আক্রান্ত, সুস্থ ১৮

 


সোনারগাঁওয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী উপজেলায় ২৩জনের করোনা টেস্ট রিপোর্টের মধ্যে ৩ জন নতুন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। অন্যদিকে ১৮জন সুস্থতা লাভ করেছেন। 


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার শাহা জানান, সর্বশেষ প্রাপ্ত  ২৩ জনের ফলাফল অনুযায়ী  ৩ জন COVID-19 পজিটিভ ও ২০ জন নেগেটিভ এসেছে।

 পজিটিভের তথ্য : -

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- নানাখি, সাদিপুর। 

১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বুরুমদি,জামপুর।

১ জন প্রাপ্তবয়স্কা মহিলা- চান্দেরবলা, বারদি। 

কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত  ১৮ জন সুস্থতা লাভ করেছেন:

১. মাসুদ রানা,৩২ বছর

হাড়িয়া, বৈদ্যেরবাজার।

২. বাচ্চু মিয়া,৬৫ বছর

দৈলেরবাগ, আমিনপুর।

৩. ফরিদা,৬০ বছর

লাদুরচর, নোয়াগাঁও।

৪. হান্নান,৬৩ বছর

পেরাব, জামপুর।

৫. তাইজুল ইসলাম,৫০ বছর

কাদিরগঞ্জ, পিরোজপুর।

৬. মনিরুল,৩৬ বছর

মেঘনাঘাট, পিরোজপুর।

৭. হাবিবা আক্তার,৩৫ বছর

কাদিরগঞ্জ, পিরোজপুর।

৮. হাসান মিয়া,৩২ বছর

আদমপুর, আমিনপুর।

৯. আনোয়ার হোসেন,৫৫ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১০. কবির,৪৯ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১১. জান্নাত,২৮ বছর

ঝাউচর, পিরোজপুর।

১২. মানিক মিয়া,২০ বছর

গোয়ালদি, আমিনপুর।

১৩. শাহিন,২২ বছর

হাবিবপুর, মোগরাপাড়া।

১৪. মনিরা,৩৩ বছর

কাঁচপুর, কাঁচপুর। 

১৫. নজরুল, ৭০ বছর

খাসনগর দিঘীরপাড়, আমিনপুর।

১৬. হেলাল উদ্দিন,৪২ বছর

গোয়ালদি, আমিনপুর।

১৭. কাজী শফিকুল ইসলাম,২২ বছর

কাঁচপুর, কাঁচপুর।

১৮. নুরুদ্দিন,৫৭ বছর

ছোটসাদিপুর, মোগরাপাড়া। 

অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী-১১৪৩জন (মৃত্যু-৩৬ জন) 

অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১০২৯ জন। 

  

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

No comments:

Post a Comment