সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪মে মে মঙ্গলবার দুপুরে পাওয়া তথ্য অনুযায়ী ৫২ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৩৯ জন নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্য : -
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – জোয়ারদী, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – কাজহরদী, সাদীপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – চর ভুলুয়া, সনমান্দী।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – হাবিবপুর, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – নিউ টাউন, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – ভবনাথপুর, আমিনপুর।
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১ জন প্রাপ্তবয়স্ক মহিলা – চান্দের চর, পিরোজপুর।
৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ – সামিট পাওয়ার প্ল্যান্ট-২, পিরোজপুর।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – হামসাদী, বৈদ্যের বাজার।
১ জন প্রাপ্তবয়স্কা মহিলা – প্রতাপনগর, পিরোজপুর।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৪৩ জন সুস্থতা লাভ করেছেন :-
১. দেলোয়ার, ৪১ বছর
ঝাউচর, পিরোজপুর।
২. নাহিদ, ২০ বছর
চৌধুরীরগাঁও, শম্ভূপুরা।
৩. সালমা, ৪৫ বছর
মহজমপুর, জামপুর।
৪. আনোয়ার, ৩৪ বছর
জয়রামপুর, আমিনপুর।
৫. রহিম সরকার, ৬৪ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
৬. রিয়াজ উদ্দিন, ৫০ বছর
ফুলবাড়ীয়া, মোগরাপাড়া।
৭. আয়েশা বেগম, ৩০ বছর
প্রেমের বাজার, বৈদ্যের বাজার।
৮. ফারজানা মমতাজ, ২৪ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৯. মোঃ কুদ্দুস, ৪২ বছর
নয়াপুর, সাদীপুর।
১০. মোঃ মোস্তাফিজুর রহমান, ৩২ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
১১. আরিফ, ২৮ বছর
ঝাউচর, পিরোজপুর।
১২. মকবুল, ২৪ বছর
ললাটি, কাঁচপুর।
১৩. ফারজানা, ২৬ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১৪. মহিবুর রহমান, ৪৬ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১৫. শামীমা, ৫৫ বছর
সাত ভাইয়া পাড়া, বৈদ্যের বাজার।
১৬. রহিমা, ৫০ বছর
দড়িকান্দি, সনমান্দী।
১৭. ইসমাঈল, ২৪ বছর
মেঘনা গ্রুপ, পিরোজপুর।
১৮. মাজেদ, ৪৭ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৯. শ্রাবণী আক্তার, ২৭ বছর
চিলারবাগ, আমিনপুর।
২০. শামীম ভূঁইয়া, ৩২ বছর
বাসাব, জামপুর।
২১. লামিয়া আক্তার, ১৫ বছর
পাকুন্ডা, জামপুর।
২২. রাকিবুল আহসান, ৩৬ বছর
সাহাপুর, আমিনপুর।
২৩. রফিকুল, ৬৫ বছর।
দৈলরদী, সনমান্দী।
২৪. গোলাম আজম, ২৬ বছর
নয়াপুর, সাদীপুর।
২৫. আল-আমিন, ৩০ বছর
দড়িকান্দি, সনমান্দী।
২৬. মফিজ, ৩৬ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
২৭. লাভলী, ২৩ বছর
ইসলামপুর, পিরোজপুর।
২৮. কুলসুম, ৫৩ বছর
পিরোজপুর, পিরোজপুর।
২৯. মীম, ২৬ বছর
গোয়ালদী, আমিনপুর।
৩০. হযরত আলী, ৭২ বছর
কোরবানপুর, পিরোজপুর।
৩১. পলাশ, ২৫ বছর
কাদিরগঞ্জ, পিরোজপুর।
৩২. সুফিয়া, ৪৫ বছর
ভট্টপুর, আমিনপুর।
৩৩. মাঈন উদ্দিন, ৩২ বছর
নানাখী, সাদীপুর।
৩৪. হাফিজুর, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৩৫. আশরাফুল, ৬০ বছর
হোসেনপুর, শম্ভূপুরা।
৩৬. আব্দুল বাতেন, ৫৫ বছর
কাদিরগঞ্জ, পিরোজপুর।
৩৭. নাজমুল করিম, ৩০ বছর
ছোট অর্জুনদী, মোগরাপাড়া।
৩৮. ফাহিমা, ২২ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
৩৯. মোর্শেদা বেগম, ৩৭ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
৪০. রোকসানা, ৩৫ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৪১. সেলিমুর রহমান, ৩৮ বছর
মেঘনা গ্রুপ, পিরোজপুর।
৪২. রবিউল, ২১ বছর
নয়াপুর, সাদীপুর।
৪৩. মুসলিম, ১৯ বছর
মেঘনা ঘাট, পিরোজপুর।
৪৪. মিলন, ৩৮ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
*** মৃত্যুর তথ্য :-
৭৩ বছর বয়সী ১ জন পুরুষ (মাধবপুর, মোগরাপাড়া) ১৭.০৪.২০২১ খ্রিঃ তারিখে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা প্রদান করেন এবং ১৮.০৪.২০২১ খ্রিঃ তারিখে প্রাপ্ত ফলাফল অনুযায়ী তাঁর ফলাফল COVID-19 পজিটিভ আসেন এবং ১৮.০.৪.২০২১ খ্রিঃ তারিখে সন্ধ্যা ০৬:১০ টায় আল-কারীম হাসপাতাল, যাত্রাবাড়ী-তে আই.সি.ইউ.-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ১১৬৫ জন (মৃত্যু-৩৭ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ১০৭৩ জন।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
No comments:
Post a Comment