সাংবাদিক পারভেজের উদ্যোগে ২ শতাধিক পথচারীর মাঝে রান্নাকরা খাবার বিতরন। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, July 12, 2021

সাংবাদিক পারভেজের উদ্যোগে ২ শতাধিক পথচারীর মাঝে রান্নাকরা খাবার বিতরন।

নিজস্ব প্রতিবেদকঃ


লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সাংবাদিক নূরে আলম পারভেজ

১২ জুলাই সোমবার দিবাগত রাত ১০ ঘটিকায় ঢাকার কমলাপুর রেলস্টেশন এর গেট সামনে ২ শতাধিক অসহায় ও পথচারীদের মাঝে এই রান্না করা খাবার বিতরন করেন।সাংবাদিক নূরে আলম পারভেজ।


এসময় তিনি বলেন সরকার নির্দেশিত লকডাউনে কর্মহীন মানুষের মাঝে আমার ব্যাক্তীগত উদ্ধ্যেগে ইতিমধ্য  রান্না করা খাবার বিতরন করেছি। সামনের দিনগুলোতে ও করবো
আমার মনে হয়  সমাজে জারা বিত্তবান রয়েছে তাদের ও এই মূহুর্তে  কর্মহীন মানুষের পাষে এগিয়ে আশা  দরকার এবং তাদের প্রতি সহোযোগীতার হাত বাড়িয়ে দেয়া। 

No comments:

Post a Comment