সদ্য সংবাদ ডেস্কঃ
বর্ষীয়ান রাজনীতিবিদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ পরিবারের অভিভাবক ও উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর মৃত্যুতে সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯ টায় রাজধানীর গ্রীন রোডস্থ গ্রীন লাইফ হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক এমসি মরহুম সাজেদ আলী মিয়ার ভাতিজা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের বড় ভাই, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত এর চাচা এবং মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু'র চাচাতো ভাই।
সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন এক শোক বার্তায় বলেন,জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন'র মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সোনারগাঁওয়ের কৃতি সন্তান রাজনীতি অংগনের উজ্জল নক্ষত্র দাপটের সাথে দীর্ঘ ২৭ বছর মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দু-দুবার সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বড় ভালো লোক ছিলেন।
তার মৃত্যুতে সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাব পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
এসএস/বি
No comments:
Post a Comment