সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ পরিবারের অভিভাবক ও উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী,এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা,দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ,এইচ,এম মাসুদ দুলাল গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি বলেন,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভাই একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রয়াণে সোনারগাঁও উপজেলার আওয়ামী লীগ নেতা কর্মীরা একজন রাজনৈতিক নেতা হারালো,আমি হারালাম আমার অভিভাবক।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএস/বি
No comments:
Post a Comment