গর্ভবতী নারীসহ সহস্রাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন ইঞ্জিঃ মাসুম। - সদ্য সংবাদ
আজ বঙ্গাব্দ,

শিরোনাম

Monday, July 19, 2021

গর্ভবতী নারীসহ সহস্রাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন ইঞ্জিঃ মাসুম।

 


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ জন গর্ভবতী নারী সহ প্রায় দুই সহস্রাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। 


সোমবার(১৯ জুলাই) সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে দুই সহস্রাধিক পরিবারকে নগদ ৫শ টাকা করে ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ জন গর্ভবতী অসহায় ও দুস্থ মায়ের গর্ভকালীন সময়ে পুষ্টি চাহিদা পূরণের জন্য নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাক্তার আতিকউল্লাহ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদসহ উক্ত ইউনিয়নের ৫টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment