নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ জন গর্ভবতী নারী সহ প্রায় দুই সহস্রাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সোমবার(১৯ জুলাই) সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে দুই সহস্রাধিক পরিবারকে নগদ ৫শ টাকা করে ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ জন গর্ভবতী অসহায় ও দুস্থ মায়ের গর্ভকালীন সময়ে পুষ্টি চাহিদা পূরণের জন্য নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাক্তার আতিকউল্লাহ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সেলিম রেজা, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদসহ উক্ত ইউনিয়নের ৫টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment