নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার(৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো এলাকায় সড়কের পাশ থেকে বোরকা পরিহিত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের ইনচার্জ এএসএম ইকবাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment