সদ্য সংবাদ ডেস্কঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জাহিন নিট ওয়্যারের মালিক এম জামালউদ্দিন জানান,শুক্রবার কারখানা বন্ধ ছিল,তবে কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান,আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষনিকভাবে হতাহত ও আগুনের সুত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান জানানো যাচ্ছেনা।
এসএস/বি
No comments:
Post a Comment